অন্যান্য

কমিউনিটি পুলিশিং ডে বারহাট্টা থানা ০৭নং রায়পুর ইউনিয়নে থানা পুলিশের সুধী সমাবেশের আয়োজন।

  প্রতিনিধি 27 December 2024 , 6:01:04 প্রিন্ট সংস্করণ

 

আরিফ বিল্লাহ জামিল, বারহাট্রা নেএকোনা প্রতিনিধি 

 

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”, এই স্লোগান কে সামনে রেখে বারহাট্টা থানা পুলিশের উদ্যোগে ০৭নং রায়পুর ইউনিয়নে অদ্য ২৭/১২/২৪খ্রিঃ তারিখ দুপুরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণদের নিয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জুয়া, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে ও বিভিন্ন অপরাধের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুমন কুমার দাস (বারহাট্টা সার্কেল) স্যার ও জনাব কামরুল হাসান স্যার, অফিসার ইনচার্জ বারহাট্টা থানা।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুমন কুমার দাস (পিপিএম-সেবা) বারহাট্টা সার্কেল, স্যার

বর্তমান সময়ে কিশোর অপরাধ, ইভটিজিং সহ বিভিন্ন রকম অপরাধের কুফল সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি মাদক ও অপরাধ মুক্ত একটি সুষ্ঠ সুন্দর সমাজ গড়তে সকলকে পাশে থাকার আহ্বান জানান। এছাড়াও জাতীয় জরুরী সেবা ৯৯৯, সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এসময় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ সহযোগিতা কামনা করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ