অন্যান্য

করিমগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  প্রতিনিধি 2 January 2025 , 2:52:00 প্রিন্ট সংস্করণ

 

নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

 

শোভাযাত্রাটি করিমগঞ্জ পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন করিমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সালমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ জিএস সুমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সজল সরকার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হানিফ মিয়া এবং ছাত্রদল নেতা হৃদয় মিয়া, পুলিন খান, মাহিন, তুহিন তালুকদার, আমির, রাহুল, রাব্বিসহ আরও অনেক নেতাকর্মী।

দীর্ঘ ১৬ বছর পর নির্বিঘ্নে এমন বর্ণাঢ্যভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দের আমেজ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি উপজেলা ছাত্রদলের জন্য ঐক্য ও উদ্দীপনার প্রতীক হিসেবে আবির্ভূত হয়।

S/KS

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ