অন্যান্য

কর্মহীন একাকিত্ব জীবনে মানসিক ভারসাম্য হারিয়ে যুবকের আত্মহত্যা

  প্রতিনিধি 27 November 2024 , 7:48:56 প্রিন্ট সংস্করণ

 

মোঃ আবু মুছা

 

 

একাকিত্ব জীবন ভালো না লাগায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রমজান আলী (২৪) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে, সোমবার দিবাগত রাতে কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছি ইউনিয়নের ছত্রপুর বানিয়া পাড়া গ্রামে।

 

এলাকাবাসী জানান, ওই গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের ছেলে রমজান আলী দীর্ঘদিন ধরে অভাব অনটনে জীবন যাপন করছে এমন কি এক বেলা খাবার মেলেনি তার পরিবারে পরে দিশাহারা হয়ে প্রায় ৫ মাস আগে উপার্জনের জন্য বাবা মা ও জীবন সঙ্গিনী রেখে গ্রামের বন্ধুদের সাথে পারি দেয় ঢাকার উদ্দেশে।

 

সেখানে বেশ কিছুদিন কাজ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে রমজান আলী তার আর্থিক সংকটের কারণে এলাকার বন্ধুরা মিলে টাকা কালেকশন করে রমজানের চিকিৎসা করা হয়।

 

এদিকে রমজানের পরিবারে দুঃখ আর অভাব অবতীর্ণ হয়েছে। অভাবের তাড়নায় ডিভোর্স দিয়েছে রমজানের স্ত্রী এই খবরটি জানতে পায় রমজান, পরে ঢাকা থেকে রওনা করে বাড়ির উদ্দেশ্যে। এমন কষ্টের সময় জীবনসঙ্গীকে হারিয়ে তার একাকিত্ব জীবনে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। চলা ফেরা কথা বার্তা হয়ে যায় পাগলের মতো।

 

অনেকে বলেন তার এমন মানসিক ভারসাম্যহীন হয়ে পরার কারণে ২৫ নভেম্বর সোমবার রাতে বাড়ির সামনে একটি বাঁশঝারে একটি গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস দেন।

 

বাড়ির লোকজন তাকে ঘরের ভিতর দেখতে না পেলে ২৬ নভেম্বর সকালে খুঁজতে থাকে, পরে বাড়ির সামনে বাঁশ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় রমজান আলীর লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে ফাঁসের দৃশ্য দেখতে পান। খবর পেয়ে কুড়িগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নাজমুল আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি আইনি প্রক্রিয়া চলছে পোস্টমর্টেম রিপোর্ট করে জানা যাবে তার মৃত্যুর আসল উদ্দেশ্য।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ