অন্যান্য

কলাপাড়ায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উদযাপন

  প্রতিনিধি 26 October 2024 , 1:42:43 প্রিন্ট সংস্করণ

সৈয়দ রাসেল , কলাপাড়া(পটুয়াখালী)

‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াটায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে একটি জনসচেতনতামূলক র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ইউনিসেফের সহায়তায় আয়োজিত এ কর্মসূচির উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, এসপি ট‍্যুরিস্ট পুলিশ কুয়াকাটা, হোসাইন আমির, সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেস ক্লাব,ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবীরা, পিওর আর্থ বাংলাদেশ ও ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ, সাধারণ মানুষ, বিভিন্ন যুব সংগঠন, পরিবেশ অধিকারকর্মী, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সিসা দূষণের মাত্রা ভয়াবহ হলেও জনসচেতনতা ও নীতিনির্ধারণী পদক্ষেপ অপর্যাপ্ত। গবেষণা বলছে, দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে উচ্চ মাত্রায় সিসা রয়েছে, যা তাদের বুদ্ধিমত্তা ও শারীরিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে।

 

এছাড়া, প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদরোগের ঝুঁকি এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকিও বাড়ছে। সবশেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানায়, যার মধ্যে সিসা দূষণ রোধে কঠোর মনিটরিং, অবৈধ সিসা ব্যাটারি কারখানা বন্ধ এবং সিসা দূষণ প্রতিরোধে নতুন আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।

 

সিসার বিষক্রিয়া প্রতিরোধ করতে সর্বস্তরে সচেতনতা বাড়ানো এবং সরকার ও নীতিনির্ধারণী মহলকে এবিষয়ে আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ করে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নিতে জোর দেওয়া ছিল অন্যতম উদ্দেশ্য। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে সিসা দূষণ বিষয়ক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ