অন্যান্য

কলাপাড়ায় এনসিপি’র আলোচনা সভা, জেলে পল্লীর সমস্যায় অতিথিদের আশ্বাস

  প্রতিনিধি 8 September 2025 , 1:55:45 প্রিন্ট সংস্করণ

মোঃ জাহিদুল ইসলাম , এসইউ প্রতিনিধি
পটুয়াখালী জেলার কলাপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা পৌরসভা ও ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নে দুটি পৃথক আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী ডা. মো. সাইমুম ইসলাম।
এ ছাড়া জেলা সমন্বয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম ও মাহফুজুর রহমান মিরাজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উম্মে হাবিবা লিজা, মুহাম্মদ আল ইমরান এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পটুয়াখালী জেলার যুগ্ম সদস্যসচিব মো. আব্দুল আউয়াল হৃদয় প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় জেলে পল্লীর সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের প্রতারণার কারণে তারা স্থায়ী আবাসনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এবং ভাসমান হিসেবে উচ্ছেদের শিকার হয়েছেন। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত জেলে কার্ডের চালও যথাযথভাবে বিতরণ করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
এ সময় অতিথিরা জেলে পল্লীর মানুষের দুঃখ–দুর্দশার কথা শোনেন এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ