অন্যান্য

কলাপাড়ায় ভাঙ্গারী দোকানগুলোতে নিরবে জমজমাট বাণিজ্য

  প্রতিনিধি 2 November 2024 , 6:05:58 প্রিন্ট সংস্করণ

সৈয়দ রাসেল,

কলাপাড়া(পটুয়াখালী)

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চোরাই মাল বোঝাই ট্রলি ঢুকছে কলাপাড়া পৌর শহরের ভাঙ্গারী দোকান গুলোতে। দিন রাত চলছে হাত বদল, যেন দেখার কেউ নেই। পটুয়াখালীর কলাপাড়ায় ভাঙ্গারী ব্যবসাকে কেন্দ্র করে চলছে চোরাই মালের জমজমাট বাণিজ্য। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এসব ব্যবসার ওপর নজরদারি নেই, নীরব ভূমিকায় প্রশাসন।

নাম না বলার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, সকল পর্যায়ে ম্যানেজ করেই নাকি চলছে এব্যবসা। এছাড়াও ভাঙ্গারী ব্যবসার পালিত চোরেরা রাতের আঁধারে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র’র চোরাই মাল, গ্যাসের রাইজার, বাসা বাড়ির বৈদ্যুতিক সার্ভিস লাইনের তার, বাড়ির পানির কল/টিউবওয়েল, টিউবওয়ের মাথা-হাতল, বাসা-বাড়ির সীমানা আওতার টিন, বাড়ি নির্মাণ সামগ্রী ও বাড়ির সামনে থাকা পরিত্যক্ত আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে।

সন্ধ্যার পর থেকেই ভাঙ্গারির দোকানগুলোতে গভীর রাত পর্যন্ত ওইসব চোরাই মাল কেটে টুকরা টুকরা করে অন্যসব সরঞ্জামের সাতে মিশিয়ে রাখা হয়। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ চোরাই মালামাল বিক্রি হচ্ছে কলাপাড়া পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ভাঙ্গারী দোকানগুলোতে।

জানা যায়, কলাপাড়া পৌর শহরের আনাচে কানাচে, ওলি-গলিতে গড়ে উঠেছে শতাধিক ভাঙ্গারী মালামাল কেনা-বেচার দোকান। ওইসব ভাঙ্গারী দোকানিদের সহযোগিতা ও দাদনের টাকা নিয়ে এলাকা ভিত্তিক গড়ে উঠেছে একাধিক ছোট-বড় চোরের দল। ওই চোরের দলগুলো বিভিন্ন এলাকা থেকে লোহার যন্ত্রাংশ, বৈদ্যুতিক মটর, তার, দরজা-জানলার গ্রীল, টিউবওয়েল, টিনসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে দোকানিদের কাছে স্বল্পমূল্যে বিক্রি করে। সেই চোরাই মাল প্রশাসনের চোখের সামনে থেকে ট্রাক করে পাচার করা হয় দেশের বিভিন্ন স্থানে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ