ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ কর্তৃক আধা মণ (২০) কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার ( ৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন গোবিন্দ্রপুর পূর্ব পাড়া এলাকা হতে ২০কেজি গাঁজা উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সমনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামীদ্বয় কৌশলে পালিয়ে যায়। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।