প্রতিনিধি 24 March 2025 , 9:37:59 প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজাহানকে (৫৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্ত্রী জুলেখা বেগম (৩৭)।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী জুলেখা বেগমকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস। এ ঘটনায় আহতের ভাতিজা সালমান বাদী হয়ে কসবা থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে এজাহার দায়ের করেছেন।
বাদী সালমান জানান, আমার চাচার সঙ্গে চাচি জুলেখা বেগমের জায়গা লিখে দেওয়া নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এর আগেও একবার চাচা তাকে জমি লিখে দিয়েছে। আরেকটি জমি লিখে দেওয়ার জন্যই এ ঘটনা। বর্তমানে আমার চাচা গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, জায়গা জমিসংক্রান্ত বিষয় নিয়েই স্বামী স্ত্রীর এই বিরোধ। অভিযুক্ত স্ত্রী জুলেখা আহতের দ্বিতীয় স্ত্রী। স্ত্রীকে জায়গা না লিখে দেওয়ায় স্বামীকে কুপিয়ে জখম করেছে স্ত্রী। এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা রেকর্ড হচ্ছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।