অন্যান্য

কাঁচপুরে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

  প্রতিনিধি 25 February 2025 , 2:52:30 প্রিন্ট সংস্করণ

পলাশ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গ্রেফতারকৃত যুবকের নাম মো. শিমুল (২০)। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকায় এ ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃত শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো. শরীফের ছেলে এবং কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। মঙ্গলবার পুলিশ গ্রেফতারকৃত শিমুলকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

 

শিশুটির প্রতিবেশীদের সূত্রে জানা যায়, শিমুল ও শিশুটির পরিবার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিমুল পাঠাত্তা এলাকায় একটি রিকশা গ্যারেজে কাজ করেন। গত সোমবার কাজে যাওয়া সময় সু কৌশলে শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী শিমুলকে রাত সাড়ে ৯ টার দিকে আটক করে গণধোলাই দিলে শিমুল ধর্ষণের কথা শিকার করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিমুল এলাকাবাসীর কাছে বলছেন, বাথরুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি। আর জীবনে এমন কাজ করব না। আমাকে মাফ করে দেন।

 

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করা হয়। অভিযুক্ত শিমুলকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ