অন্যান্য

কাকে ভোট দেবেন সিদ্ধান্তহীন ভোটার বেড়ে ৪৮.৫০ শতাংশ

  প্রতিনিধি 11 August 2025 , 3:01:30 প্রিন্ট সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সর্বশেষ ‘পালস সার্ভে ৩’-এ দেখা গেছে, ৪৮ দশমিক ৫০ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৩৮ শতাংশ।

জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১৪ দশমিক ৪০ শতাংশ কাকে ভোট দেবেন তা প্রকাশ করতে চাননি এবং ১ দশমিক ৭০ শতাংশ জানিয়েছেন তারা ভোট দেবেন না।

দলভিত্তিক সমর্থনে দেখা গেছে, বিএনপির সমর্থন গত অক্টোবরে ১৬ দশমিক ৩০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১২ শতাংশে। জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৪০ শতাংশে নেমেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থন ৮ দশমিক ৯০ শতাংশ থেকে কমে হয়েছে ৭ দশমিক ৩০ শতাংশ। জাতীয় পার্টি ০ দশমিক ৭০ শতাংশ থেকে নেমে ০ দশমিক ৩০ শতাংশ এবং অন্যান্য ইসলামি দল ২ দশমিক ৬০ শতাংশ থেকে নেমে ০ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে।

‘আপনার এলাকায় কোন দলের প্রার্থী জিতবে’—এমন প্রশ্নে ৩৮ শতাংশ বলেছেন বিএনপি, ১৩ শতাংশ জামায়াত, ১ শতাংশ এনসিপি এবং ৭ শতাংশ আওয়ামী লীগ।

গত ১ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫ হাজার ৪৮৯ জন মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলে এই জরিপ পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৭ শতাংশ নারী; ৭৩ শতাংশ গ্রামীণ ও ২৭ শতাংশ শহুরে এলাকার বাসিন্দা।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় আর্কাইভস মিলনায়তনে বিআইজিডি ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই জরিপের ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানে জরিপের ফল উপস্থাপন করেন বিআইজিডির ফেলো অব প্র্যাকটিস সৈয়দা সেলিনা আজিজ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ