অন্যান্য

কানপুর টেষ্টে ৩৫ ওভারে প্রথম দিনর খেলা শেষ

  প্রতিনিধি 28 September 2024 , 2:12:04 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু মিয়া,

বিশেষ প্রতিনিধি

আগেই শঙ্কা ছিল কানপুর টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছিল প্রথম দু’দিন বল মাঠে গড়ানো কঠিনই হবে। তবে সে শঙ্কা কাটিয়ে বল মাঠে গড়ালেও প্রথম দিনের শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই। বেরসির বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মাত্র ৩৫ ওভার খেলেই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছে কর্তব্যরত আম্পায়াররা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই কানপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু হয়নি প্রথমদিনের খেলা। তবে এক ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রথম সেশন নির্বিঘ্নে কাটে। মধ্যাহ্নবিরতিতে আবার বৃষ্টি হলে দ্বিতীয় সেশনের খেলাও একটু দেরিতে শুরু হয়।

আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হয় ফ্লাডলাইট জ্বালিয়ে। তবে ধীরে
ধীরে আলো এতই কমতে থাকে যে শেষ পর্যন্ত ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। দ্বিতীয় সেশনের খেলা হয় মাত্র ৯ ওভার।

আলোকস্বল্পতায় ম্যাচ বাতিল হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার মাঠে নামে বৃষ্টি। তেমন ভারী বর্ষণ না হলেও আলোকস্বল্পতা এবং ভেজা আউটফিল্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমদিনের খেলা সমাপ্তি করেন আম্পায়াররা।

তবে খেলা বন্ধের আগে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১০৭ রান। উইকেটে আছেন মুমিনুল হক ৪০ রানে ও মুশফিকুর রহিম ৬ রানে। বাংলাদেশের ৩ উইকেটের দুটি নেন আকাশ দ্বীপ, একটি নেন অশ্বিন

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ