অন্যান্য

কানাডা-যুক্তরাজ্য থেকে কুরিয়ারে আসছে মাদক: গ্রেপ্তার ৭, হোতাদের ধরতে অভিযান

  প্রতিনিধি 19 October 2024 , 8:40:40 প্রিন্ট সংস্করণ

ঢাকা অফিস।।

আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে দেশে অত্যাধুনিক বিভিন্ন মাদকের প্রবেশ ঠেকানো যাচ্ছে না। বিভিন্ন সময় এলএসডি ও খাতের মতো ভয়াবহ মাদকের সঙ্গে জড়িত একাধিক চক্রও ধরা পড়ে। এবার কানাডা ও যুক্তরাজ্য থেকে অত্যাধুনিক মাদক এনে বিক্রির একটি চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সৈয়দ আনিম আশরাফুল হক, মিজানুর রহমান, মো. মাসুদুর রহমান, অরিন্দম রায়, তুফাইল আহাম্মদ, মোহাম্মদ শোয়াইব ও মোহাম্মদ আহম্মদ। রাজধানীর গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সেসব ব্যক্তির কাছ থেকে কানাডা থেকে অবৈধভাবে আনা ৭৭২ গ্রাম কুশ ও টেট্রাহাইড্রোক্যানাবিনল ৫টি, যুক্তরাজ্য থেকে আনা ১৫০ পিস এক্সটাসি/হ্যাপি ড্রাগ, সিসা ৩৯ কেজি এবং ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি বলছে, এই চক্রের সঙ্গে প্রভাবশালী মহলের কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদেরকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (উওর) কার্যালয়ের সহকারী পরিচালক রাহ্লু সেন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রী পাঠানোর আড়ালে ভয়ঙ্কর সব মাদক আনার কাজে দীর্ঘদিন ধরে জড়িত। মাদকগুলো কানাডা ও যুক্তরাজ্যে থাকা চক্রের অন্য সদস্যরা পাঠিয়ে থাকে। কুরিয়ারের মাধ্যমে হাতে পাওয়ার পর বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির সন্তানদের কাছে বিক্রি করে আসছিলেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছে এই চক্রের অন্য সদস্যদের নাম পাওয়া গেছে। সেখানে প্রভাবশালী মহলের কয়েকজনের নাম এসেছে। আমরা যাচাইবাছাই করে চক্রের কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ