অন্যান্য

কাপাসিয়া সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকাসহ অটোচালক ২ জন নিহত।

  প্রতিনিধি 18 September 2024 , 6:26:45 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকা এবং গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিক্ষিকার স্বামী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কাপাসিয়ার চরমার্তা মসজিদ সংলগ্ন স্থানে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা এবং বাসের সঙ্গে ধাক্কায় চালক নিহত হন।

 

নিহত সিদ্দিকা বেগম কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। তিনি কাপাসিয়া উপজেলার কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

 

কাপাসিয়ার উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, মঙ্গলবার সকালে গাজীপুরের বাসা থেকে প্রধান শিক্ষিকা সিদ্দিকা বেগম তার স্বামী মোটরসাইকেলে করে কাপাসিয়ার কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। গাজীপুর-কাপাসিয়া সড়কের চরমার্তা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি মোটরসাইকেলই সড়কে পড়ে গেলে ঘটনাস্থলে শিক্ষিকা সিদ্দিকা বেগম নিহত হন। এ সময় শিক্ষিকার স্বামী আতাউর রহমানসহ (৬০) আরও তিনজন গুরুতর আহত হন। শিক্ষিকার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ