অন্যান্য

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলছে আজ রাতে

  প্রতিনিধি 19 August 2025 , 7:33:56 প্রিন্ট সংস্করণ

কর্ণফুলী প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ের গেট) খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০ টায় গেটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে। বাঁধের উজান ও ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্হাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।

 

মঙ্গলবার বিকেলে জারি করা কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিলে তা থেকে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করবে। একইসঙ্গে এই পাঁচ ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলি নদীতে। পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।

 

এর আগে চলতি মৌসুমে প্রথমবার গত ৪ আগস্ট রাত ৯টায় একইভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে পানির উচ্চতা কমে আসলে ১২ আগস্ট সকাল ৯টায় সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

 

কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট। পানির উচ্চতা ১০৮ ফুট হলেই বিপৎসীমা হিসেবে ধরা হয়। তবে আজ বিকেল চারটার পানির উচ্চতা দাঁড়ায় ১০৮ দশমিক ২২ ফুট। এই পরিস্থিতিতে পানির উচ্চতা নিয়ন্ত্রণ বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ