আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি
"সুন্দর আগামীর জন্য স্কাউটিং" এই শ্লোগানে লালমনিরহাটে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার (১৩ডিসেম্বর) বেলা ১১টার দিকে লালমনিরহাট কালেক্টরেট মাঠে প্রধান অতিথি থেকে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
লালমনিরহাট সদর উপজেলা স্কাউটের আয়োজনে ও উপজেলা স্কাউটসের আহবায়ক,উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম,স্থানীয় সমবায় বিভাগের উপপরিচালক রাজিব আহসান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মাহবুবুর রহমান,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক,জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান।
কাব ক্যাম্পুরীতে সদর উপজেলার ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৬জন শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তাসহ ৩৫০জন অংশ নেয়।আগামীকাল রাতে তাবু জলসার মধ্য দিয়ে কাব ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।