নাফিজ আহমেদঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সভা ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুল ইসলাম সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।