প্রতিনিধি 20 November 2024 , 1:12:34 প্রিন্ট সংস্করণ
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় স্কুলের সভাকক্ষে ম্যানেজিং কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অনুজা মন্ডল।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ম্যানেজিং কমিটির সদস্য ও পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা কনিকা রানী সরকার, প্রমুখ।