প্রতিনিধি 26 November 2024 , 11:31:28 প্রিন্ট সংস্করণ
আলমগীর হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই – আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জামায়াতের আমির আঃ ওয়াব সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান,
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মানবিকা শিল,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ইয়াছিন আলী, উপজেলা ভূমি অফিসার অমিত কুমার বিশ্বাস প্রমুখ। সেদিনের বিভিষিকাময় স্মৃতি চারণ করেন ছাত্র নেতা শেখ মোসলেম উদ্দিন, রিয়াছাদ আলী, রাসেল হোসেন প্রমুখ।
এসময়ে গন অভ্যুত্থানে আহত শহীদের পরিবার, সাংবাদিক, রাজনৈতিক, সামাজসেবকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদের জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আকরাম হুসাইন।