আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলা এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার খামারবাড়ির উপ পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল কবীর পূর্ণ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সড়ক প্রদক্ষিণ করেন, এবং স্মার্ট কৃষি মেলায় পৃথক ১২ টি স্টলে কৃষির ওপরে জন সচেতনতায় ও উদ্বুদ্ধ করতে সাজানো হয়েছে।