অন্যান্য

কালিগঞ্জে শুইপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত 

  প্রতিনিধি 17 November 2024 , 3:13:48 প্রিন্ট সংস্করণ

 

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা।

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা জাহানের দীর্ঘ দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিতি না থাকায় তাকে বরখাস্তের আদেশ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে মাষ্টার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি গৌরপদ কুন্ড, পিটিএ এর সভাপতি সিরাজুল ইসলাম, অবিভাবক শরিফা পারভীন প্রমুখ।

 

বক্তাগন বলেন ঐ শিক্ষক মনিরা জাহান সরকারী বিধিমালা লঙ্ঘন করে দীর্ঘ দুই বছর অনুপস্থিত থাকার পরেও সম্পুর্ন অনৈতিকভাবে তৎকালীন জেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্তের আদেশ বাতিল করে চাকুরিতে বহাল করেছেন। অত্র স্কুলে বর্তমানে প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক থাকলেও ১জন শিক্ষক ভারতে চিকিৎসাধীন আছেন।

 

স্কুলে ১২৫ জন কোমলমতি ছাত্র ছাত্রীর লেখাপড়া অনিশ্চিত হয়ে উঠেছে। তাই দ্রুততম সময়ে সরকারি নীতিমালা লঙ্ঘনকারী শিক্ষিকার অপসারণ দাবী করেন। এসময় মানববন্ধনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ