অন্যান্য

কালিগঞ্জ মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত 

  প্রতিনিধি 12 December 2024 , 12:26:55 প্রিন্ট সংস্করণ

 

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা

 

রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য কালিগঞ্জ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে শেয়ারিং ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে ও রুপান্তরের দীপ্তি রায়ের সঞ্চালনায় এডভোকেসি সভায় বক্তব্য রাখেন রূপান্তরের জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস।

 

উপজেলা পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী, কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, উপজেলা সহকারী শিক্ষক মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, সুশীল সমাজের প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ থানার এস আই নাজমুল আলম, প্রমুখ। এসময় বক্তারা বলেন

 

কাজ না বুঝে, কাজ না জেনে, অভিজ্ঞতা দক্ষতা অর্জন না করে বিদেশে পাড়ি জমানো উচিত নয়। মানুষ যাতে পাচার না হয় এ বিষয়ে সচেতন করতে হবে। পাচারকৃতদের দেশে ফিরিয়ে এনে মূলধারায় সাথে সম্পৃক্ত করতে হবে, এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ