সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক সভা রবিবার বেলা ১১ টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরীতে সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় আসন্ন শীত মৌসুমে পিকনিক ও প্রবীণ সদস্যদের পরিচিতি কার্ড ও অবসর ভাতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মনসুর আলী, অধ্যাপক আব্দুল হামিদ খান, সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, কোষাধাক্ষ অধ্যাপক শ্যামাপদ দাস, সহ কোষাধক্ষ্য আব্দুল গফুর সরদার, সদস্য আলী সোহরাব, গাজী লুৎফর রহমান, ডাক্তার আব্দুল নুর, ইলা দেবী মল্লিক, অধ্যাপক হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধ মতলুবর রহমান, শেখ আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, ঠাকুর দাস কর্মকার, রফিকুল ইসলাম, শাহজাহান সাজু, প্রমূখ।
এদিকে আগামী ২৫ শে ডিসেম্বর কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস প্রাঙ্গণে সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রত্যেক সদস্যের পরিচিতি কার্ড ও সরকারিভাবে ভাতার বিষয়টিও আলোচনা করা হয়। কালিগঞ্জ সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটি এলাকার প্রবীণ ব্যক্তিরা সংঘটিত হয়ে ২০২৩ সালে প্রতিষ্ঠিত করেন।