প্রতিনিধি 5 May 2025 , 6:50:42 প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজারে এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগ এবং পরবর্তীতে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মোঃ শাহীন হোসেন (৪৮) আজ (০৫ মে, ২০২৫) কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সাহেব বাজারে ‘কাকলী ট্রেডার্স’ নামে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। ব্যবসার উন্নতি দেখে স্থানীয় মোঃ মানিক হোসেন (৩৫) ও মোঃ আরিফ হোসেন (৪০) দীর্ঘদিন ধরে তার কাছে মাসিক ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্নভাবে হুমকি ও হয়রানি শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, গতকাল (০৪ মে) রাত সাড়ে ৯টার দিকে মানিক ও আরিফ তার বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। শাহীন হোসেন ঘরের ভেতর থেকে প্রতিবাদ করলে তারা দা ও কুড়াল হাতে জানালা ও টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ক্ষতি করেন। হামলার সময় শাহীন হোসেনের স্ত্রীর কোলে থাকা পাঁচ মাস বয়সী শিশুটিও আতঙ্কে কান্না শুরু করে। এসময় তারা শাহীন হোসেনকে ঘর থেকে বের হয়ে আসতে বলে এবং সুযোগ পেলে হত্যা করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনায় তদন্তের দায়িত্ব পেয়েছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। তিনি জানান, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শাহীন হোসেন জানান, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
তিনি আরও জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালেও উপযুক্ত সাড়া না পাওয়ায় থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।