অন্যান্য

কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  প্রতিনিধি 23 November 2024 , 4:39:47 প্রিন্ট সংস্করণ

 

গৌরাঙ্গ বিশ্বাস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা এলাকার সিংগাইর মুনসুর আহমেদের বাড়ি থেকে আঃ সামাদ মাস্টারের পুকুরপাড় পর্যন্ত সংযোগ সড়কটি অবৈধ দখলের কারণে ছয়-সাতটি গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মৃত নওশের আলীর ছেলে জামাল ওই সড়কটি বেদখল করে রেখেছেন এবং এটিকে নিজের সম্পত্তি দাবি করছেন।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, সড়কটি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও বাজারগামী সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন। কিন্তু জামালের দখলের কারণে চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি মামলা করার হুমকি দেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

গ্রামবাসী জানান, সড়কটি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

 

উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত

২০২৩-২০২৪ অর্থবছরে সিংগাইর মুনসুর আহমেদের বাড়ি থেকে আঃ সামাদ মাস্টারের পুকুরপাড় পর্যন্ত ইট সলিং রাস্তা উন্নয়নের জন্য ১,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে এ প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও জামাল রাস্তাটি অবৈধভাবে দখল করে বাধা সৃষ্টি করছে।

 

এলাকাবাসীর প্রতিবাদ ও প্রশাসনের আহ্বান

দীর্ঘদিন কোনো প্রতিকার না পেয়ে ২৩ নভেম্বর দুপুড়ে এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে রাস্তা দখলমুক্ত করার দাবি জানান।

 

স্থানীয় মেম্বার হাবিবুর রহমান বলেন, “জামালকে বারবার অনুরোধ করা হলেও তিনি কোনো কথা শোনেননি। বাধ্য হয়ে এলাকাবাসী প্রতিবাদে নেমেছেন। আশা করি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”

 

এলাকাবাসীর পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত জামালের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

 

এলাকাবাসী জানিয়েছেন, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, বরং ছয়-সাতটি গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা চান, দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে সড়কটি দখলমুক্ত করে তাদের দুর্ভোগের অবসান ঘটানো হোক।

 

গৌরাঙ্গ বিশ্বাস

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ