অন্যান্য

কালিহাতীতে কবর থেকে ৫ মাস পর লাশ উত্তোলন: হত্যা নাকি দুর্ঘটনা?

  প্রতিনিধি 24 December 2024 , 7:48:54 প্রিন্ট সংস্করণ

 

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি

 

টাঙ্গাইলের কালিহাতীতে দাফনের পাঁচ মাস পর মোন্নাফ আলী (২৩) নামের এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ধলাটেংগর গ্রামের গোরস্থান থেকে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলামের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

গত ১৩ জুলাই ঢাকা-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোন্নাফ আলী গুরুতর আহত হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরদিন (১৪ জুলাই) তার মরদেহ গ্রামের গোরস্থানে দাফন করা হয়।

দাফনের সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। পায়ের গুড়ালিতে রগ কাটা এবং হাঁটুর নিচের অংশে মারাত্মক ক্ষতচিহ্ন দেখে স্থানীয়দের মধ্যে হত্যা সন্দেহ সৃষ্টি হয়।

মোন্নাফের পিতা মোজাম্মেল হক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ধলাটেংগর গ্রামের বাবলু মিয়া (২৩), শাকিল (২১), এবং রহিম বাদশা (২৫)কে আসামি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনার আড়ালে মোন্নাফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মোজাম্মেল হক জানান, “আমার ছেলেকে হত্যা করে দুর্ঘটনার গল্প বানানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্নই প্রমাণ করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

কালিহাতী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে।

 

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন তদন্তের ফলাফলের দিকেই চেয়ে রয়েছে স্থানীয়রা।

 

গৌরাঙ্গ বিশ্বাস,

বিশেষ প্রতিনিধি

মোবাইল: ০১৭১২৭২০৭৮৭

তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৪

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ