অন্যান্য

কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার

  প্রতিনিধি 22 December 2024 , 11:29:47 প্রিন্ট সংস্করণ

 

 

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকসহ ছয়জন ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার বিকাল তিনটায় কালিহাতী থানায় এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান ও অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া ।

 

কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলটিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ট্রাক, দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- সিরাজগঞ্জ সদরের চর বনবাড়িয়া এলাকার গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), টাঙ্গাইলের মির্জাপুরের বেলতৈল উত্তর পাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), টাঙ্গাইলের ভূঞাপুর থানার উত্তর চর বিহারী এলাকার রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), টাঙ্গাইলের মির্জাপুর থানার হাট ফতেপুর এলাকার মৃত এক্কাবর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), টাঙ্গাইলের ভূঞাপুর থানার সিরাজকান্দি মাস্টারপাড়া এলাকার মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮) ও কালিহাতী থানার গোহালিয়া বাড়ীর মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লা হিল কাফি (২০)।

 

প্রেস কনফারেন্সে কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান আরো বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ওসি আবুল কালাম ভূঞা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ