প্রতিনিধি 28 November 2024 , 6:22:44 প্রিন্ট সংস্করণ
গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোহালিয়া বাড়ি এলাকায় একটি গাভীন গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত চোরেরা হলো, টাঙ্গাইলের গোয়ালন্দ থানার বাগলপুর গ্রামের হযরত আলী শেখ (৩৬), রাজবাড়ী জেলার সদরের আলীপুর গ্রামের আখের আলী শেখ (৪০) এবং জামালপুর জেলার বগাবাড়ী এলাকার রইছ উদ্দিন (৩৫)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গোহালিয়া বাড়ি এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা কালো রঙের একটি গাভীসহ তিন ব্যক্তিকে সন্দেহ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারে, তারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে গরুটি চুরি করে এনেছে। আটককৃতরা পেশাদার চোর।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের মালামালসহ নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
কালিহাতী থানার এসআই ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গিয়ে তিন চোর ও চুরি করা গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
স্থানীয়দের সচেতনতার কারণে পেশাদার চোর চক্রের এই সদস্যরা ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।