অন্যান্য

কালীগঞ্জে আইনের নিষেধাজ্ঞা অমান্য ফসলী জমি অবৈধভাবে মাটি কাটার এক্সকাভেটর (ভেকু) জব্দ 

  প্রতিনিধি 25 February 2025 , 2:27:58 প্রিন্ট সংস্করণ

 

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:

গাজীপুরের কালীগঞ্জ বেলাই বিল সংলগ্ন এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালণা করে এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কোন প্রকার অনুমোদন ছাড়াই উপজেলার শিমুলিয়া এলাকায় বেলাই বিল সংলগ্ন কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি অভিযান পরিচালনা করে তা বন্ধের নির্দেশ দেন।

 

নিষেধাজ্ঞা অমান্য করেই মাটি কাটা অব্যাহত রাখে মাটিদস্যু চক্র। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে মাটিদস্যু চক্রের সদস্যরা এক্সকাভেটর (ভেকু) ফেলে পালিয়ে যায়। পরে মাটি কাটার যন্ত্র এক্সকাভেটর (ভেকু) জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, বেলাই বিল সংলগ্ন কৃষি জমিতে পুনরায় মাটি কাটার অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো অপরাধী না পাওয়া গেলে, ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে ওসি কালীগঞ্জের জিম্মায় দেয়া হয়েছে। এর পূর্বে সহকারী কমিশনার ভূমি ২০ ফেব্রুয়ারী প্রথম বার অভিযান পরিচালনা করে মাটি কাটার কাজ বন্ধ করা হয়ে ছিলো। মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের কাজ অব্যাহত থাকবে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ