প্রতিনিধি 9 May 2025 , 6:56:33 প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত তানজিলা বেগম (২৫) স্থানীয় মোত্তাকিনের স্ত্রী। বৃহস্পতিবার (৮ মে) রাতে মোত্তাকিনের বাড়ি থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (৯ মে) সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন।
তানজিলার পরিবারের দাবি, এটি কোনো আত্মহত্যা নয়—তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে স্বামীর পরিবার। ঘটনার পর থেকে তানজিলার স্বামী মোত্তাকিন পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দম্পতির মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শারীরিক সংঘর্ষ ঘটে। বিকেলে তানজিলাকে তাঁর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরবর্তীতে মোত্তাকিনের পরিবার গলার রশি কেটে মরদেহ নামিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত তানজিলার বাবা আমজাদ হোসেন বলেন, “চার বছর আগে মোত্তাকিনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। দুটি সন্তান জন্মের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ বাড়তে থাকে। প্রায়ই আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করত মোত্তাকিন।” তিনি অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আসামিপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং তাঁর পরিবারকে চাপ দিচ্ছে অভিযোগ না করতে।
ওসি আলাউদ্দিন জানান, নিহতের বাবা আমজাদ হোসেনের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৯ মে) মোত্তাকিনকে আসামি করে একটি মামলা (নং: ০৮/০৯-০৫-২০২৫) রুজু করা হয়েছে। মামলাটি ৩০৬ ধারায় গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দেন তিনি।