অন্যান্য

কালীগঞ্জে জামায়াত-শিবিরের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি 27 September 2024 , 5:57:57 প্রিন্ট সংস্করণ

মোঃ সোহাগ আলী,

কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক ছাত্র শিবিরের নেতা-কর্মীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর জামায়াতের উদ্যোগে কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌর আমীর মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউর রহমান।বিশেষ অতিথির বক্তৃতা করেন নায়েবে আমীর, ঝিনাইহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, তালিমূল কোরান ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা শহিদুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,আঃ সবুর আলী, শিবিরের সাবেক জেলা সভাপতি এ্যাড.জিল্লুর রহমান, শেখ শাহজালাল ও ওমর ফারুক।এছাড়া এ্যাড.আশরাফুল আলম, এ্যাড.আক্তারুজ্জান ডালিম, উপজেলার মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব,সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীনুর রহমান, ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সাবরুস সোবাহান, উপজেলার সাবেক শিবির সভাপতিগণ ওবিভিন্ন স্তরের জামায়াত ও শিবির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবিরের সাবেক সভাপতি আব্দুল জলিল।প্রীতি সমাবেশে জামায়াত-শিবিরের সাবেকদের এ মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উন্মুক্ত আলোচনায় তারা কালীগঞ্জের উন্নয়ন ও উপজেলাবাসির মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে যার যার স্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন।

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ, ঝিনাইদহ
তাং২৭/০৯/২০২৪
মোবা:০১৭২৩৮৩০৬২৪

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ