অন্যান্য

কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

  প্রতিনিধি 30 September 2024 , 5:48:27 প্রিন্ট সংস্করণ

মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়।অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন। বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান,বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকেলের কোনো এক সময় তিনি পুকুর পাড়ে ঘাস কাটতে যান। হয়তো তিনি পানিতে পড়ে যান এবং মৃগী রোগী হওয়ায় আর উঠতে পারেননি।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, পুকুর থেকে চিনিকলের অবসরপ্রাপ্ত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ