আব্দুল লতিফ সরকার
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৯৬ (ছিয়ানব্ব) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ।
ইং ০৮/১২/২০২৪ তারিখ রাত ১১.৩৫ ঘটিকায় অফিসার ইনচার্জ, জনাব মোঃ সেলিম মালিক এর নেতৃত্বে এসআই/মোঃ এরশাদ হোসেন এর অভিযান টিম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজাস্থ জনৈক মোঃ আব্দুল মজিদ (৫০) এর ভাই ভাই নার্সারীর সামনে কালভাটের উপর একটি ব্যাটারি চালিত অটো ইজিবাইক তল্লাশী করে, তল্লাশী চালিয়ে ৯৬ (ছিয়ানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-০৯/১২/২০২৪খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৩(গ)/৩৮ রুজু করা হয়।