অন্যান্য

কালীগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে অব্যাহতি

  প্রতিনিধি 4 October 2024 , 6:23:49 প্রিন্ট সংস্করণ

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বারবাজার ইউনিয়ন বিএনপির ২ কর্মীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহঃবার (৩ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ দেওয়া হয়।বহিষ্কৃতরা হলেন-বারবাাজার মহিষাহাটি গ্রামের খোদাবখশ ছেলে আসাদুল ইসলাম ও বেলাট দৌলতপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে সাবু বিশ্বাস।পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, গত বৃহঃবার বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের ছেলে সজিব,বৌমা বাধন ও তার মাকে বিকাল সাড়ে ৪ টার দিকে বারবাজার সিএনজি স্ট্যান্ড থেকে যশোর যাওয়ার পথে মান্দারতলা নাম স্থান থেকে অপহরন করা হয়।বর্তমানে ইউপি চেয়ারম্যানের বৌমা ও তার মা বাড়িতে অবস্থান করলেও ছেলে সজিব যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা যায় ।

তবে এ ঘটানার সত্যতা কালীগঞ্জ থানার আফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু আজিফ স্বীকার করলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন।

আরও খবর

বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নির্মাণাধীন ভবনের ভিটি ভরাট

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবানে গাইড ছাড়া ভ্রমণ ঝুঁকিপূর্ণ, দুর্গম পর্যটন এলাকায় নিরাপদ ভ্রমণে অভিজ্ঞ গাইড অপরিহার্য

বান্দরবান পার্বত্য জেলায় বিগত বছরের ন্যায় এবছরও উদযাপন হতে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব

নরসিংদী রেলওয়ে স্টেশনের সকল অবৈধ দোকানপাট নিঃসরণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

নাটোরের গুরুদাসপুরে ক্যান্সার আক্রান্ত এক নারীসহ তিন অসহায় রোগীকে ৭ লাখ টাকা প্রদান

                   

জনপ্রিয় সংবাদ