প্রতিনিধি 23 July 2025 , 1:18:30 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়-এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় ইউনিটের সম্মানিত সদস্য জননেতা অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,
“শিক্ষক সমাজ জাতি গঠনের অগ্রণী ভূমিকা পালন করে। একটি উন্নত সমাজ গঠনে শিক্ষার মান উন্নয়নের বিকল্প নেই। আমি নিজেও একজন শিক্ষক হিসেবে জানি, কীভাবে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটানো যায়।”
তিনি আরও বলেন,
“এই এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, শিক্ষক সমাজই হবে সমাজ পরিবর্তনের পথপ্রদর্শক।”
সভা শেষে তিনি শিক্ষকদের বিভিন্ন মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে তাদের সঙ্গে মিলে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।