কালুখালী প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মোঃ আকবর মন্ডল (৪২) পিতা বুদ্ধি মন্ডল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে কালুখালী উপজেলার মাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আকবর মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। কথিত আছে তিনি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুলের কালুখালী এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করত।এই পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে চলত। ৫ ই আগষ্টের পর থেকে তিনি বিএনপির সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে । কালুখালী এলাকার ভূমি দস্যু হিসেবে পরিচিত।
নাফিজ আহমেদ, কালুখালী (রাজবাড়ী)।