প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ১২:৫০ পি.এম
কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার।

নাফিজ আহমেদঃ
রবিবার দুপুরে রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিখোঁজ কিশোরের নাম নিহত নিরব শেখ (১৭)। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিরব বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায়। গভির রাত হয়ে গেলেও সে বাড়িতে আসে না। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোষ্ট দেওয়া হয়। এর কিছু সময় পর অপরিচিত নাম্বার থেকে নিরবের বাবার কাছে ফোন আসে । ফোনে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে ফোনদাতা। টাকা না দিলে নিরবকে হত্যা করবে বলেও হুমকী দেয়। হুমকীদাতা টাকা নিয়ে পাংশা উপজেলার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এরপর থেকে ওই নাম্বারটি বন্ধ করে দেয় ।
এর পরদিন শনিবার নিরবের বাবা কালুখালী থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার সকালে স্থানীয় জেলেরা মাধবপুর কোলে মাছ ধরতে যায়। তারা কোলের পানিতে নিরবের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কালুখালি থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান,শনিবার ছেলেটির বাবা একটি সাধারণ ডায়েরি করেছিল। পুলিশ এ বিষয়ে কাজও করছিলো। এরই মধ্যে তার মরদেহ পাওয়া গেলো। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। কেন এই হত্যাকান্ড সে বিষয়ে তদন্ত চলছে।
বার্তা প্রেরকঃ
নাফিজ আহমেদ, কালুখালী (রাজবাড়ী)।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.