প্রতিনিধি 15 March 2025 , 7:11:33 প্রিন্ট সংস্করণ
নাফিজ আহমেদ
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে মরা মুরগীর মাংস বিক্রি করায় ওই মাংস বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারি ইন্সপেক্টর তোবারক দেওয়ান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমূখ। অভিযান চালিয়ে ওই অসাধু ব্যবসায়ীকে আটক করে জরিমানা ও ১০০ কেজি মরা মুরগীর মাংস জব্দ করা হয়।
আটককৃত ব্যবসায়ী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্ৰামের মৃত মহিউদ্দিন মাতব্বরের ছেলে মোঃ শাহ আলম (৩২)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, রমজান মাস উপলক্ষে কালুখালীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার দুপুরে উপজেলার রতনদিয়া বাজারে মরা মুরগীর মাংস বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষার মাধ্যমে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মাংস বিক্রেতাকে নগদ ৩ হাজার টাকা অর্থদণ্ড ও ১০০ কেজি মরা মুরগীর মাংস জব্দ করা হয়। তিনি জানান, জব্দকৃত পরে মাংসগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।