অন্যান্য

কালুখালীর মদাপুর পৃথক দুটি এইচ বিবি রাস্তায় উদ্বোধন

  প্রতিনিধি 20 March 2025 , 4:08:40 প্রিন্ট সংস্করণ

নাফিজ আহমেদঃ
রাজবাড়ী কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে পৃথক ২ সড়কের এইচবিবি কাজ উদ্বোধন করা হয়েছে। সড়ক ২ টি হলো গোপালপুর তালুকপাড়া সড়ক ও গড়িয়ানা দূর্গা মন্দিরের সড়ক।
 বৃহস্পতিবার সকালে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক সড়ক ২ টি কাজের উদ্বোধন করেন।
 উদ্বোধন অনুষ্ঠানে সমাজ সেবক আব্দুল গফুর, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, ইউনিয়ন জামায়াতের সভাপতি ফিরোজ আহমেদ, মদাপুর বাজার বনিক সমিতির সভাপতি মেহেরুল ইসলাম, সাধারন সম্পাদক ওবাইদুল কবির কুন্নু, মদাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নিয়ামুল ইসলাম, আবু বকর,জসিম উদ্দিন,মদাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনজিলা আক্তার, শিক্ষক আমজাদ হোসেন খাজা,আশোক কুমার প্রামাানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম জানায়, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কর্মসুচির আওতায় কাজ দুটি সম্পন্ন করা হবে।
বার্তা প্রেরকঃ
নাফিজ আহমেদ, কালুখালী (রাজবাড়ী)।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ