অন্যান্য

কাল থেকে সারা দেশে বাড়বে শীত

  প্রতিনিধি 10 December 2024 , 3:08:03 প্রিন্ট সংস্করণ

গত ২৪ ঘণ্টায় দেশের তিনটি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে; যা তাপমাত্রা কমাতে সহায়তা করে।

 

দিন ও রাতের তাপমাত্রা কমে সারা দেশে শীতের প্রকোপ বাড়তে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার (১১ ডিসেম্বর) থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলে শীত বাড়বে। গত ২৪ ঘণ্টায় দেশের তিনটি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে; যা তাপমাত্রা কমাতে সহায়তা করে।

অপরদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও শীত বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ