প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:৩১ এ.এম
কিশোরগঞ্জের মায়াকানন পার্কে সাংবাদিক হেনস্তার শিখার হন তড়িৎ পদক্ষেপে কিশোরগঞ্জ মডেল থানার ওসি,

নিজাম উদ্দীন
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ রোডে অবস্থিত বিনোদন কেন্দ্র ‘মায়াকানন পার্ক’-এ একজন অনুসন্ধানী সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পার্কটির পরিচালক তানভীর হাসানের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
ঘটনাটি ঘটে আজ শনিবার সন্ধ্যায়, যখন একটি গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকটি পার্কে প্রবেশ করেন। উদ্দেশ্য ছিল পার্কে চলমান অসামাজিক কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জানা যায়, তিনি পার্ক কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই ভেতরে প্রবেশ করেছিলেন।
প্রবেশের পরপরই পার্কের নিরাপত্তা প্রহরী বাঁশি বাজিয়ে ভেতরের স্টাফদের সতর্ক করে দেন সাংবাদিকের উপস্থিতি সম্পর্কে। অল্প সময়ের মধ্যে এক স্টাফ সাংবাদিককে পরিচালক তানভীর হাসানের কক্ষে নিয়ে যান।সেখানেই ঘটে মূল ঘটনা। অভিযোগ অনুযায়ী, পরিচালক তানভীর হাসান সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হেনস্তামূলক আচরণে লিপ্ত হন। এমনকি পার্কের প্রধান গেট বন্ধ করে সাংবাদিককে ভেতরে আটকে রাখা হয়, যাতে তিনি বের হতে না পারেন।
সংবাদ পেয়ে কিশোরগঞ্জের অন্যান্য গণমাধ্যমকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুনকে বিষয়টি অবহিত করেন। ওসি তাৎক্ষণিকভাবে টহল পুলিশ পাঠান এবং পুলিশের হস্তক্ষেপে পার্কের গেট খুলে সাংবাদিককে উদ্ধার করা হয়।ঘটনার পর এখনো সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে, দায়িত্বে থাকা এসআই ভুক্তভোগী ও অভিযুক্তদের নাম তালিকাভুক্ত করেছেন বলে জানা গেছে।
সাংবাদিক সমাজ এ ঘটনায় ওসি আবদুল্লাহ আল মামুনের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, “তিনি সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
এদিকে, কিশোরগঞ্জের সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা মায়াকানন পার্কে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও যথাযথ নজরদারির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পার্কে অসামাজিক কর্মকাণ্ড ও সাংবাদিক হয়রানির অভিযোগের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.