প্রতিনিধি 6 July 2025 , 3:57:13 প্রিন্ট সংস্করণ
নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ৩ জনের মধ্যে মো. রুহুল আমীন (৩৮) কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আব্দুল হকের ছেলে, মো. হারুন মিয়া (৩৫) তাড়াইল উপজেলার সাচাইল এলাকার মো. আলী আকবরের ছেলে ও মো. রাশিদ ওরফে রশিদ ওরফে রাশেদ (৩৩) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আরজ আলীর ছেলে।
শনিবার, ৫ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক চেতনায় বাংলাদেশ কে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
S/KS