প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ৪:০৮ পি.এম
কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ছাত্রলীগ নেতা দুর্জয় দুলাল চন্দ্র রায় (৩০) শহরের নগুয়া এলাকার দুলাল চন্দ্র রায়ের ছেলে।
বুধবার, ১৬ অক্টোবর, বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নগুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক। তিনিসহ অন্যান্য আসামিগণ গত ৪ অগাস্ট শহরের খরমপট্টি এলাকায় বে-আইনী জনতাবদ্ধে দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তল সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার মিছিলের উপর হামলা করেন। ঐ সময় বাদী মো. মশিউর রহমান জীবন রক্ষার্থে দৌড়ায়া পার্শ্ববর্তী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাড়ির গেইট খোলা পেয়ে ভেতরে আশ্রয় নেন। ওই সময় আসামিগণ তাকে পিছু ধাওয়া করে তাদের হাতে থাকা পেট্ট্রোল দিয়ে উক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার তিনি এজহার নামীয় আসামি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
গ্রেফতার ছাত্রলীগ নেতাকে কিশোরগঞ্জ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.