অন্যান্য

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী  ছাত্র জনতার আন্দোলনে মামলায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

  প্রতিনিধি 27 November 2024 , 5:57:49 প্রিন্ট সংস্করণ

 

নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার রাশেদুল ইসলাম দিদার(২৫), কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বিন্নগাঁও এলাকার আনোয়ারুল হক মঞ্জুর ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।

মঙ্গলবার, ২৬ নভেম্বর দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শোলাকিয়া নীলগঞ্জ রোডস্থ ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে তাকেগ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারীপুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।

তিনি আরো জানান, গত ৪ অগাস্ট বেলা অনুমান সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত হয়।

ওই হামলার ঘটনায় মো. সুজন মিয়া বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানার একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামি ওই মামলার এজহারভূক্ত আসামি। মামলা রুজুর পর র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম দিদারকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

S/KS

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ