প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৬:০৩ এ.এম
কিশোরগঞ্জে হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, তিন তরুণ-তরুণী আটক

নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের কটিয়াদীতে রিলাক্স রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৩ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ৩ জনকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
গত-মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম এর নির্দেশে উপজেলার আচমিতা ইউনিয়নের রিলাক্স রেস্টুরেন্টে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
আটককৃতরা হলেন— রেস্টুরেন্টের রাঁধুনি মো. শফিকুল ইসলাম (২৫), মো. হোসেন (১৯) ও পাপন সূত্রধর (১৯)।
ভ্রাম্যমাণ আদালত শফিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং হোসেন ও পাপনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে। আটক তিন তরুণীকে মুসলেখা রেখে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। এসময় রেস্টুরেন্টটি তালা বদ্ধ করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম, উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার পুলিশ টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনৈতিক কর্মকাণ্ডের সময় ৬ জনকে আটক করা হয়। রেস্টুরেন্টের মালিক পালিয়ে গেছে। ভবনের ভেতরে অনৈতিক কাজের জন্য ছোট ছোট আলাদা কক্ষও পাওয়া গেছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.