প্রতিনিধি 19 November 2024 , 7:54:38 প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৭/১১/২০২৪ খ্রি: সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল মনিপুর ঘাট সাকিনস্থ জনৈক সোলেমান এর বাড়ীর উত্তর পাশে ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে আসামি ঝুমুর বেগম (৩২), স্বামী-চন্দন মিয়া, সাং-যশোদল মনিপুর ঘাট, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে ৷আসামির হেফাজতে থাকা সর্বমোট ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যামলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৭/১১/২০২৪ খি: সকাল ৮টা ৩০মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৮/১১/২০২৪ খ্রি: ০৪:২৫ ঘটিকার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজার অনুমান ২০০ গজ পূর্বে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে আসামি আব্দুল্লাহ (২৪), পিতা-উছমান গণি, সাং-দক্ষিণ ছয়শ্রী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৮/১১/২০২৪ খি: বিকাল প্রায় ৫ টার দিকে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ০২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
S/KS