অন্যান্য

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে পুলিশ সুপারের কার্যালয়ে ২য় দফায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  প্রতিনিধি 18 September 2024 , 6:52:18 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার: নিজাম উদ্দীন 

 

গত ১২ সেপ্টম্বর ২০২৪ খ্রি: কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে কিশোরগঞ্জ জেলার পরিবহন মালিক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি, ফল ব্যবসায়ী মালিক সমিতি ও রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সাথে পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা মতবিনিময় করেন। বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বর্ণিত সমিতিসমূহের নেতারা ছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) মো: আল-আমিন হোসাইন, টিআই সৈয়দ মনিরুজ্জামান, মিডিয়া অফিসার এসআই মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং উপস্থিত সমিতিসমূহের নেতাদের কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। সমিতিসমূহের নেতারাও জেলা পুলিশকে ব্যাপকভাবে সহযোগিতার মতামত ব্যক্ত করেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: পুলিশ সুপার, কিশোরগঞ্জ ১ম দফায় পৌর ইজিবাইক মালিক সমিতি এবং প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে একই বিষয়ে মতবিনিময় করেছিলেন। সকলকে সাথে নিয়ে পুলিশ সুপার, কিশোরগঞ্জ পুরো শহরের ট্রাফিক ব্যবস্থা নতুন করে শুরু করার আশা ব্যক্ত করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ