অন্যান্য

কিশোরগঞ্জ ৭০ টিকেটসহ দুই টিকেট কালোবাজারি  গ্রেফতার 

  প্রতিনিধি 15 November 2024 , 10:54:57 প্রিন্ট সংস্করণ

 

নিজাম উদ্দীন

 

 

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ কর্তৃক ৭০ টি টিকেটসহ দুইজন টিকেট কালোবাজারি গ্রেফতার : কম্পিউটার স্ক্যানার ও প্রিন্টার জব্দ।

গতকাল ১৪/১১/২০২৪ ইং তারিখ ১৯.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ কর্তৃক কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এর উত্তর পাশ সংলগ্ন বটতলা হতে পেশাদার ও চিহ্নিত টিকেট ব্লাকার মোঃ আঃ রাজ্জাক শাবু মিয়া (৬০) কে ঢাকা-টু কিশোরগঞ্জ রুটের ১৫ টি আসনের টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী পূর্ণতা ডিজিটাল স্টুডিও ও ফটোকপির দোকানে অভিযান চালিয়ে আসামি তপু চন্দ্র বর্মন (৩০)কে ঢাকা টু কিশোরগঞ্জ রুটের বিভিন্ন তারিখের ৫৫ টি আসনের টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযান কালে টিকিট কাটার কাজে ব্যবহৃত কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কর্তৃক টিকিট কালোবাজারির উদ্দেশ্যে পরিচিত জনের এন আই ডি ব্যবহার করে ১৭ টি ফেক আইডি তৈরীর তথ্য পাওয়া গিয়েছে। এসব আইডি ব্যবহার করে অনলাইন হতে বিপুল সংখ্যক টিকিট সংগ্রহ করে স্থানীয় কয়েকজন এজেন্টের মাধ্যমে ও মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে অর্থাৎ ১৬০ টাকার টিকেট ৩০০/৩৫০ টাকায আগ্রহী যাত্রীদের নিকট বিক্রি করত মর্মে স্বীকার করেছে । এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলার অজু করা হয়েছে।

S/KS

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ