প্রতিনিধি 17 September 2024 , 2:02:20 প্রিন্ট সংস্করণ
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার সম্মিলিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর বহুমুখী আলিয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে সকল শিক্ষকগণের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুলকে সভাপতি, উলিপুর বহুমুখী আলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল করিম প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এছাড়া সহ-সভাপতি কৃষ্ণমঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার, বকশীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুজ্জামান, নুরেশ্বর আমিনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক উমানন্দ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুল আলম, হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দলদলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসান, জোড়সরেয়া হাট দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও. মহিউদ্দিন, গুনাইগাছ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ূন কবির, অর্থ সম্পাদক তবকপুর আবু বকর সিদ্দিক ফাজিল ডিগ্র মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক বামনাছড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, কার্যকরি সদস্য নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান সাজু, গুনাইগাছ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলাম ও আপুয়ার খাতা আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্বাস আলী।