প্রতিনিধি 8 March 2025 , 6:01:17 প্রিন্ট সংস্করণ
এস, এম হামিম সরকার নিরব
কুড়িগ্রামের চিলমারীতে “ভালো কাজের হোটেল” এর জেলা শাখার উদ্যোগে প্রতিদিন ৪০০ জন নিম্ন আয়ের ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে। রমজান মাসজুড়ে এই ব্যতিক্রমী উদ্যোগ চলছে চিলমারীর বিভিন্ন স্থানে, বিশেষ করে রমনা রেলওয়ে স্টেশনে।
সংগঠনটির নিয়ম অনুযায়ী, টাকা ছাড়াও শুধু ভালো কাজ করলেই এখানে ইফতার পাওয়া যায়। এতে সমাজের মানুষকে ভালো কাজে উৎসাহিত করাই মূল লক্ষ্য। ইফতারের মেনুতে থাকছে খিচুড়ি, মুরগির রোস্ট, শরবত ও গরুর গোস্তের তেহারি।
“ভালো কাজের হোটেল” মূলত ২০১৯ সালে রাজধানীর একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু করে। কুড়িগ্রাম জেলা শাখার সদস্য মোঃ রাঙ্গা ইসলাম ও লিমন ইসলাম জানান, রমজানের আগে সংগঠনটি এক বেলা খাবার বিতরণ করত, আর এখন প্রতিদিন ৪০০ জনের জন্য ইফতার সরবরাহ করছে।
এই উদ্যোগে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন রাঙ্গা ইসলাম, লিমন ইসলাম, মেহেদী, সায়েম, বুলবুল, কামরুল, জামিদুল, ফাহিম, চাঁদ মিয়াসহ অনেকে। তারা বিশ্বাস করেন, একটি ভালো কাজের অভ্যাস সমাজ পরিবর্তন করতে পারে।