প্রতিনিধি 6 February 2025 , 5:59:14 প্রিন্ট সংস্করণ
এস, এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে একটি অস্বাভাবিক শিশুর জন্ম হয়েছে, যা দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমিয়েছে।
বুধবার (তারিখ) রাত সাড়ে ৮টার দিকে চিলমারী উপজেলার সারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম হয়। তবে নবজাতকটি স্বাভাবিক নয়। শিশুটির চোখ বন্ধ, গায়ের চামড়া পলিথিনের মতো শুষ্ক এবং ফাটলযুক্ত। দুঃখজনকভাবে, শিশুটির নাকও গঠিত হয়নি।
শিশুটিকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে লোকজন ভিড় জমাচ্ছে হাসপাতালের সামনে। অতিরিক্ত ভিড় সামাল দিতে হাসপাতালের গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, শিশুটির বাবা মুকুল মিয়া এবং মা সালমা বেগম। এই বিরল ঘটনার পর চিকিৎসকরা শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।